আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1234

হালাল হারাম

প্রকাশকাল: 16 জুন 2009

প্রশ্ন

আস সালামু আলাইকুম ১। কাপড়ে নাপাকী লাগলে কমপক্ষে তিন ধোয়া এবং প্রতিবার ধোয়ার পর উত্তমরূপে নিংড়িয়ে নিতে হবে… এই ধরণের কথা কি ঠিক? (হাদিস দারা নাপাকী দূর করার সঠিক নিয়ম কি?)
২। (বিছানার) কাপড়ে নাপাকী (বীর্য,প্রসাব) শুঁকে গেলে, তার উপর বসলে বা ঘুমালে নিজের পরিধানকৃত কাপড় কি নাপাক হবে? (আর ওই পরিধানকৃত কাপড় দারা কি সালাত আদায় করা যাবে?)
৩। নাপাকী শুকনো কাপড়ের উপর বসা বা ঘুমনো সম্পর্কে ইসলামের বিধান কি? আশাকরি একটু বিস্তারিত বলবেন। জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নাপাকী কয়েক ধরনের। কিছু নাপাকির শরীর আছে। যেমন পায়খানা, রক্ত ইত্যাদি। এমন নাপাকী থেকে পবিত্রতা অর্জনের নিয়ম হলো নাপাকী দূর করতে হবে। সংখ্যা কোন বিবেচ্য নয়। আবার কিছু নাপাকি আছে যার কোন শরীর নেই এবং লাগলে বুঝা যায় না। যেমন, পেশাব, মদ ইত্যাদি। এগুলো থেকে পবিত্রতা অর্জনের নিয়ম হলো যতক্ষন প্রবল ধারণা না হবে যে, নাপাকী আর নেই ততক্ষ ধুতে হবে । তবে ফকীহগণ তিনবারের কথা বলেন কারণ তিনবার দ্বারা সাধারণত পবিত্র হয়ে যায়। নাপাকী শুকিয়ে গেলে তার উপর শুকনা কাপড়ে বসলে সমস্যা নেই, তবে ভিজা কাপড়ে বসলে কাপড় নাপাক হয়ে যাবে। সুতরাং নাপাকীর উপর ভিজা কাপড়ে বসলে বা ঘুমালে কাপড় নাপাক হওয়ার কারণে ঐ কাপড়ে সালাত হবে না তবে শুকনা কাপড়ে বসলে বা ঘুমালে সালাত আদায় করতে কোন অসুবিধা নেই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।