আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1235

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 17 জুন 2009

প্রশ্ন

আমার প্রশ্ন হল, মাঝে মাঝে আমাদের বাস journey করতে হয় এবং অনেক সময় বিশেষ করে আসরের সময় বাস নামাজের বিরতির জন্য দাঁড়ায় না। সেক্ষেত্রে অজু না থাকলে বাসে কি করে সালাত পরতে হবে? আমার এক ভাই জানতে চেয়েছিল জানালার গ্লাসে তায়াম্মুম করা যাবে কিনা? আমি বলেছি scholar দের কাছে জেনে জানাব। তাই উত্তর টি আপনার কাছে জানতে চাই। যাযাকাল্লাহ।

উত্তর

ভাই বর্তমানে পানি সংগ্রহ করা খুবই সহজ। যেমন আপনি বাসে ্ওঠার সময় ওজুর জন্য এক বোতল পানি নিয়ে উঠতে পারেন। যদি না নিয়ে উঠেন তাহলে বাসের হেলপার বা অন্য কাউকে বলবেন এক বোতল পানি কিনে নিয়ে আসতে। তায়াম্মুম তখন করা যায় যখন পানি পাওয়া অসম্ভব বা পানি ব্যবহার করা অসম্ভব। এক্ষেত্রে একটিও পাওয়া যাচ্ছে না। তবে যদি তায়াম্মুম করার মত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাসের জানালার গ্লাসের ধুলা দিয়েও তায়াম্মুম করা যাবে।