আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1133

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 মার্চ 2009

প্রশ্ন

আসসালামু আলাইকু। আমার একটি প্রশ্নের উত্তর দয়া করে জানাবেন কী? প্রশ্নটি হল কোন যুবক যুবতী নিজেদের কে দাম্পত্য জীবনে আবদ্ধ করতে চাইলে এতে উভয় পরিবারের মধ্যে বনাবনী না বলে উক্ত যুবক যুবতী আল্লাহ্ র কাছে সাহায্য চাওয়া কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন হালাল কাজে আল্লাহর সাহায্য চাওয়া যায়। বিবাহের ক্ষেত্রে নারী-পুরুষ সকলের উচিৎ অভিভাবকের মতামতকে গুরুত্ব দেয়া। উঠতি বয়সী ছেলে-মেয়েরা আবেগের কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে যা ভবিষ্যৎ জীবনে তাদের জন্য ক্ষতিকর হতে পারে। পক্ষান্তরে বয়সে প্রবীণ ব্যক্তিরা দীর্ঘ অভিজ্ঞতার কারণে ভুল করেন। সুতরাং বিবাহে অভিভাবকের রাজী থাকা না থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাত্র-পাত্রীর পরিবারের মাঝে যদি বনাবনি না হয় তাহলে তো অশান্তি প্রথম থেকেই শুরু হলো। এমন সংসারে কি শান্তির আশা করা যায়? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।