আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1132

নামায

প্রকাশকাল: 6 মার্চ 2009

প্রশ্ন

রুকু থেকে মাথা তুলে সামি আল্লাহু লিমান হামিদাহ, রাববানা অলাকাল হামদ বার বার পড়া যায়? জাহাঙ্গীর স্যারের ওয়াজ অনুযায়ী তো বলা যায় Video Link :

উত্তর

এ ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে রাব্বানার লাকাল হামদ বলবে। সংখ্যা বলা হয়নি। এর থেকে সাধারণত এক বারই বুঝা যায়। তবে এটা ঠিক রাসূলুল্লাহ সা. এর সালাত অনেক সময় লম্বা হতো। তিনি অনেক বেশি দুআ পড়তেন। তবে স্বাভাবিকভাবে একবারই পড়তেন বলে হাদীসগুলো থেকে প্রতীয়মান হয়।