আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1111

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 ফেব্রু. 2009

প্রশ্ন

ইসলাম ধর্মে কি সন্তান ত্যায্য করে দেবার উপায়/বিধান/নিয়ম রয়েছে?

উত্তর

সন্তানকে ত্যাজ্য করার অনুমতি ইসলামে নেই। পিতা-মাতার দায়িত্ব হলো সন্তানকে ছোটবেলা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। ৭ বছর বয়স থেকেই সালাতে অভ্যস্ত করে তোলা। সবার সাথে ভাল ব্যবহারের অভ্যাস গড়ে তোলার জন্য চেষ্টা করা। পিতা-মাতা যদি তাদের এসব দায়িত্ব পালন করেন আশা করা যায় সন্তান ভুল পথে যাবে না। এরপরও যদি সন্তন বিপথগামী হয় তার দায়-দায়িত্ব সন্তানের, পিতা-মাতার নয়। তবে কোন অবস্থাতেই সন্তানকে ত্যাজ্য করার অনুমতি ইসলাম দেয় নি।