আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1056

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 ডিসে. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি তাবলীগে যাওয়ার নিয়েত করেছি, এই বিসয়ে আমার নিয়েত টা কেমন হবে, তাবলীগের নিয়ম কানুন কতটুকু গুরুত্ত দিব, এর উপর (রাহিমুল্লাহর) কোন পরামর্শ জানালে উপকৃত হতাম। আমি তাকেই নিরপেক্ষ মনে করি। তার অনুসারিদের ও তাই মনে করি।

উত্তর

ওয় আলাইকুমুস সালাম। ইসালামের দাওয়াত মানুষের কাছে পৌছাতে হবে। আর এই দাওয়াত পৌছানোর একটি মাধ্যম হলো তাবলীগে যাওয়া। আপনি যেতে পারেন। তবে মানুষ ভুলত্রুটির উর্ধ্বে নয়। ইসলাম সম্পর্কে যে যা বলবে তাই মানতে হবে এমন না মনে করে কিছুটা যাচাই করার মানসিকতা রাখবেন। আল্লাহ আপনাকে কবুল করুন।