১. আমার মনে মাঝেমধ্যে শিরকী, কুফরী চিন্তা-ভাবনা উদয় হয়। আবার যখন আল্লাহ পাকের কথা স্মরণ করি তখন কেমন যেন একটা ছবি আমার চোখে ভেসে ওঠে। কিন্তু আমিতো জানি আল্লাহ পাকের কোনো ছবি-মুর্তি নেই। আমি বুঝতে পারি যে, এগুলো বিশ্বাস করলে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার প্রশ্ন হছে যে, যখন এই বিষয়গুলি যখন আমার মনে আসে তখন আমার ঈমান নষ্ট হয়ে যাবে কিনা?
২. আমরা যারা সাধারণ মুসলিম অনেকেই ছোট শিরকের মধ্যে ডুবে আছি। তো প্রশ্ন হচ্ছে যে, বারবার অনিচ্ছাকৃতভাবে শিরক করে যদি প্রতিবারই তাওবা করি তাহলে কি মহান আল্লাহ মাফ করবেন?