আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1044

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 ডিসে. 2008

প্রশ্ন

মোবাইল এ বিয়ে করলে নাকি বিয়ে হইনা? তাইলে যারা প্রবাসে আছেন (মেয়ে) তাদের কেও বিয়ে করতে চাইলে তারা কি করতে পারে? এ ব্যাপার শরিয়ত এর বিধান কি? দয়া করে জানালে খুশি হবো।

উত্তর

মোবইল বিয়ে হয় কি হয় না সে প্রশ্নের উত্তর জানার আগে বলুন ছেলে এবং মেয়ে দুই দেশে থেকে বিয়ে করবে কোন প্রয়োজনে? বিয়ে করে যে সব প্রয়োজনে তার কোন কিছু দুই দেশে থেকে কি পূরণ করা সম্ভব? তাহলে মোবাইলে বিয়ে করা কি নিরেট নির্বু্দ্ধিতা নয় কি? এবং দেশে এসে বিয়ে করা সঠিক কাজ না মোবাইলে বিয়ে করে জটিলতা পাকানো সঠিক? আমাকে এই প্রশ্নগুলোর উত্তর পাঠান তারপর আমি আপনাকে বাকী কথাগুলো বলবে। বিজ্ঞ আলেমগণ এই সব মোবাইলে বিয়ে কে চরম ঘৃনা করেন।