আসসালামু আলাইকুম। আমি একটি ইসলামী রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনে যাকাতের টাকা সংগ্রহ করা হয় এবং বিভিন্ন কাজে ব্যয় করা হয়। তারা বলে এই টাকাটা জিহাদ ফি সাবিলিল্লাহ খাতে গ্রহন করা হয়। এভাবে টাকাটা গ্রহন করা কি প্রকৃত পক্ষে শরীয়াতসম্মত হচ্ছে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। কুরআনে কারীমের ফি সাবিল্লিাহ বলতে জিহাদকারীদেরকে বুঝানো হয়েছে। এটাই মুফাসসিরদে মত। পরবর্তী কোন কোন আলেম বলেছেন যে কোন দ্বীনি কাজই উদ্দেশ্যে। এটা ঠিক নয়। বিস্তারতি জানতে তাফসীরগ্রন্থগুলো দেখতে পারেন।