স্কুল অথবা কলেজে শিক্ষকতা করা যাবে কি, যেখানে ছেলে ও মেয়েদের এক সাথে ক্লাস নিতে হয়।
উত্তর
নারী-পুরুষের অবাধ মেলা-মেশা ইসলাম সমর্থন করে না। তাই এই ধরনের প্রতিষ্ঠান চাকুরী থেকে বিরত থাকা দরকার। একান্ত বাধ্য না হলে এমন প্রতিষ্ঠান ত্যাগ করা উচিৎ। আর একান্ত বাধ্য হলে অন্য প্রতিষ্ঠান চাকুরী খোঁজ করতে থাকুন আর এখানে প্রয়োজনীও সতর্কতার সাথে কাজ করতে থাকুন। এবং আল্লাহর কাছে ক্ষমা চান।