আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1010

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 নভে. 2008

প্রশ্ন

ইসলামে কি ৪ এর অধিক বিয়ে করা যাবে? আমি ওমানে দেখেছি একজন ওমানী ৪ এর অধিক বিয়ে করেছে? আপনি এটাকে কিভাবে দেখবেন?

উত্তর

ভাই, চার জনের বেশী স্ত্রীকে একসাথে রাখা যাবে না। বিয়ে চারের অধিক না করা বলতে এটা বুঝানো হয়েছে। পক্ষান্তরে যদি কেই চার স্ত্রীর কাউকে তালাক দিয়ে আবার আরেকটা বিয়ে করে তাহলে সমস্যা নেই। ্এই হিসাবে কোন পরিসংখ্যান নেই।