আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1009

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 নভে. 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম। ইদানীং Street Dawah নামে একটা কার্যক্রম দেখতে পাচ্ছি। যেখানে দেখেছি,কিছু ভাইএরা রাস্তায় বিধর্মী মেয়েদের সরাসরি ইসলামের দাওয়াত দিচ্ছে! এভাবে বিপরীত লিঙ্গের কাউকে রাস্তায় সরাসরি দাওয়াত দেওয়াটা রাসূল (সঃ) এবং তার সাহাবাদের জীবন থেকে কতটুক প্রমাণিত? মানে এটা কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রয়োজনে মেয়েদের সাথে কথা বলা জায়েজ। আর একজন অমুসলিমেকে ইসলামের দাওয়াত দেয়া খুবই প্রয়োজন। সুতরাং এটা না জায়েজ হওয়ার কোন কারণ আছে বলে মনে হচ্ছে না। তবে দাওয়াত দানকারী যেন কোন ধরনের ফিৎনাতে না পড়েন সেদিকে খেয়াল করতে হবে।