আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6365

বিতর

প্রকাশকাল: 4 জুলাই 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি জেনেছি যে রমাযানে জামায়াতের সাথে বিতরের সালাত আদায় করলে সারারাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়, এমতাবস্থায় আমি শেষ রাতে সালাত আদায় করতে চাইলে বিতরের সালাতের জন্য করণীয় কি? বিতরের মোনাজাতে সুরা ফাতিহা পড়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।রমজানে ইমামের সাথে কিয়ামুল লাইল তথা তারাবীহ পুরোপুরি আদায় করলে পুরো রাত সালাতের সওয়াব পাওয়া যায়। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ১৩২৭। হাদীসটি সহীহ। আরবী পাঠ হলো إنه من قام مع الإمام حتى ينصرف، فإنه يعدل قيام ليلة   বিতরের সালাত আদায় করলে পুরো রাত সালাতের সওয়াব পাওয়া যায় , বিষয়টি এমন নয়। সুতরাং শেষ রাতে আপনি সালাত আদায়ের পর বিতর পড়তে পারেন। বিতরে হাদীসে বর্ণিত দুআ কুনূত পড়বেন।