আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6364

বিবাহ-তালাক

প্রকাশকাল: 3 জুলাই 2023

প্রশ্ন

পাত্র ও পাত্রীর বাবা-মা ঢাকায় থাকে। কিন্তু পাত্রী ভাইয়ের সাথে কানাডায় থাকে। পাত্রের বাবা-মা সৌদি আরবে থাকে। পাত্রের চাচা ঢাকায় থাকে। এই পাত্র-পাত্রীর ইন্টারনেটে ভিডিও কলে বা অন্য কোনো পদ্ধতিতে বিয়ে হতে পারবে কি না তা মেহেরবানি করে শীঘ্র জানালে অত্যন্ত উপকৃত হবো। জাজাকাল্লাহু খাইরান।

উত্তর

কানাডা এবং ঢাকায় থাকা পাত্রপাত্রী বিয়ে করে কী করবে? বিয়ে করার কোন উদ্দেশ্যে এভাব বাংলাদেশে আর কানাডায় অবস্থানের মাধ্যমে পূরণ হবে? বিয়ে পাত্র-পাত্রীকে এক জায়গায় নিয়ে করাবেন। কানাডা-বাংলাদেশের বিয়ের মাধ্যমে বিয়ের কোন উদ্দেশ্যে পূরণ হয় না। এই ধরণের বিয়েতে পরবর্তীতে সাংসারিক অনেক ঝামেলা হয়।