আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6351

জায়েয

প্রকাশকাল: 20 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি কলেজে পড়ি আমার একটি মেয়ের সাথে ঝমেলা আছে। তাকে দেখলে দূরে সরে যাওয়া যাবে কি? (সে যদি কোন প্রাইভেট পড়ে আমার  আর সেখানে পড়তে ভাল লাগে না।)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েদের থেকে সব সময় দূরে থাকবেন, দূরে সরে যাবেন। ঝামেলা থাক আর না থাক। ছেলেদের জন্য নন মাহরাম যে কোন মেয়েই ঝামেলা। যে কোন মুহুর্তে শয়তান ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে ঠেলে দিতে পারে। কলেজ, প্রাইভেট সব সময়ে মেয়েদের থেকে দূরে থাকবেন।