আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6352

যাকাত

প্রকাশকাল: 21 জুন 2023

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম হুজুর। আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি। আল্লাহর অশেষ রহমতে গত ৩ বছর ধরে আমি যাকাত আদায় করছি। আল্লাহর রহমতে আমার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু এই বছর আমার সম্পদ আছে কিন্তু সেই পরিমাণ অর্থ নেই। আমি এখন অনেক সমস্যার মধ্যে পড়েছি, আমি এখন কিভাবে যাকাত আদায় করবো? আমাকে যদি এই ব্যাপারে একটু মাসয়ালা দিতেন আমি অনেক উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি নগত অর্থ না থাকে তাহলে পরে যখন নগদ অর্থ হাতে আসবে তখন এই বছরের যাকাতটা দিয়ে দিবেন। যতদ্রুত সম্ভব যাকাত আদাযের চেষ্টা করবেন।