আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5722

বিবিধ

প্রকাশকাল: 29 সেপ্টে. 2021

প্রশ্ন

কোনো ব্যক্তির ঋণ থাকলে শুনেছি রসূল (স) জানাজা পড়াতেন না। (হয়তো কবরের আযাবের কারণে/আল্লাহর পাকড়াও এর কারণে ) এখন আমার প্রশ্ন হল- মৃত্যুর পর মৃত ব্যক্তির সন্তানরা আস্তে আস্তে ঋণ পরিশোধ করলেও কি কবরের আযাব হবে?/ আল্লাহ পাকড়াও করবেন?

উত্তর

না, সন্তানেরা যদি ধীরে ধীরে ঋন পরিষোধ করার ব্যবস্থা গ্রহন করে, প্রাপকরাও যদি এতে সন্তুষ্ট থাকে থাতে তাহলে এই ঋনের কারণে তাকে কবরে কোন আযাব দেয়া হবে না ইনশাআল্লাহ।