আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5723

নামায

প্রকাশকাল: 30 সেপ্টে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ,আমি ইউরোপ এর একটা দেশ এ থাকি। এখানে কোন মসজিদ নেই যেই এলাকায় আমি থাকি সেই ক্ষেত্রে আমরা ৩-৪ জন আছি একসাথে। আমরা কি আজান দিয়ে জামায়াত আদায় করতে হবে। আর যদি একাকী সালাত আদায় করি তখন কি ইকামত দিতে হবে। আরেকটা বিষয় আমাদের এখানে যিনি নামায পড়ান এক বড় ভাই মাদ্রাসা পড়ুয়া, ওনি সহ বাকি ২ জন নামায এর প্রতি উদাসীন, প্রতি ওয়াক্ত এ যখন কাজ না থাকি তখন ও নামায ওয়াক্ত হয়ে গেলেও শুয়ে শুয়ে মোবাইল টিপে আরেকটু পর পর করতে করতে নামায এর শেষ টাইম এ তাড়াহুড়া করে ফরজ সালাত আদায় করে শেষ করে। এই ক্ষেত্রে আমি কি সালাত এর টাইম হয়ে গেলে জামায়াত এর অপেক্ষা না করে একাকী সালাত আদায় করবো। এন্ড আমি সেটাই করি একা সালাত আদায় করি। ওনাদের নামায পড়ার টাইম টা যেমন এশার নামায এর টাইম হয় আমাদের এখানে ১০ঃ৩০ এ সেই ক্ষেত্রে ওনারা নামায শুরু করে ১২ বাজার আধা ঘন্টা আগে খুব কম ই হয় অনেক সময় ১০ বা ২০ মিনিট আগে শুরু করে। একধম লাস্ট প্রান্তে এসে আদায় করে,কিন্তু এর আগে ওনারা রিল্যাক্স মোবাইল টিপে তাও সালাত টা আগে আদায় করে না। মোট কথা এক প্রকার উদাসীন। সেই ক্ষেত্রে আমি কি একা সালাত আদায় করলে আমার কোনো গোড়ামী হচ্ছে কিনা বা কবিরা গুনাহ হচ্ছে কিনা। জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনারা ৩-৪ জন আছেন কোন সমস্যা না থাকলে আজান দিয়ে সালাত আদায় করবেন। জামাতে নামায আদায় করলে একমত দিবেন। আপনি তাদের আরেকটু তাগিদ দিলে আশা করি তারা যথাসময়ে সালাত আদায় করবেন। যদি কোন ভাবেই তারা যথা সময়ে সালাত আদায় না করে তাহলে আপনি একাকী সালাত আদায় করে নিবেন। একাকী নামাযের ক্ষেত্রে ইকামত দেয়া না দেওয়া দুটোরই অবকাশ আছে।