আসসালামু আলাইকুম, আমি একটা ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছি যেখানে ব্যবসার লাভের উপর আমার বিনিয়োগকৃত টাকার উপর মাস শেষে মুনাফা দেওয়া হবে। উদাহরণ স্বরুপ আমি যদি ১,০০,০০০/- টাকা বিনিয়োগ করি মাস শেষে আমাকে ৩,০০০-৫,০০০/- টাকা মুনাফা দেওয়া হবে। ২,০০,০০০/- টাকা বিনিয়োগ করলে মাস শেষে ৬,০০০-১০,০০০/- টাকা মুনাফা দেওয়া হবে। যেহেতু এই ব্যবসায় অনেকেই বিনিয়োগ করে তাই পৃথকভাবে ব্যবসার লাভের উপর মুনাফা দেওয়া সম্ভব হয় না। আমি জানতে চাচ্ছিলাম আমার এই বিনিয়োগ কি শরীয়াসম্মতভাবে হালাল হবে? ধণ্যবাদ