আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5341

সালাত

প্রকাশকাল: 13 সেপ্টে. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল, জানালে খুব উপকৃত হবো, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করক আমিন,
১/নামাজের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা পড়লে কি সাহু সেজদা দিতে হবে?
২/যোহর বা আছরের নামাজে সূরা আওয়াজ করে পরলে কি নামাজের কোনো সমস্যা হবে?
৩/একজন আলেম বলেছে নামাজে সাহু সেজদা দিতে ভুলে গেলে সালাম ফেরানোর পর মনে হলে যদি কোনো কথা না বলে থাকি তাহলে আবার সেজদা দিয়ে সালাম ফিরালে সাহু সেজদা আদায় হয়ে যাবে, হাদীসের আলোকে এটা কি ঠিক?
৪/আযানের সময় একেক মসজিদে আজান আগ পিছ করে হয় তখন কি আজানের জবাব একবার দিলে হবে নাকি সব গুলি দিতে হবে বা আমি যদি আজানের শেষের অংশ শুনে থাকি তাহলে কি যেটুকু শুনেছি সেটুকুর জবাব দিবো নাকি পুরুটা বলতে হবে?
৫/ কয়েকজন মহিলা একত্রে তাদের মধ্য থেকে একজনকে ইমাম বানিয়ে কি জামাতে নামাজ পড়তে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, উভয় রাকআতে একই সূরা পড়লে সাজদায়ে সাহু দেয়া লাগবে না। ২। জ্বী, জোহরে ও আসরে ইচ্ছা করে আওয়াজ করে পড়লে সালাত হবে না। তবে ভুলে হয়ে গেলে সাজদায়ে সাহু দিতে হবে। ৩। জ্বী, হাদীসের আলোকে বক্তব্যটি সঠিক। কথা বলার আগে সাজদায়ে সাহু দেয়া যাবে। ৪। যে কোন একটি মসজিদের জবাব দিলেই হবে। পুরো জবাব দিবেন। ৫। জায়েজ আছে। তবে অনেক ফকীহ মাকরুহ বলেছেন।