আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5342

বিবিধ

প্রকাশকাল: 14 সেপ্টে. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি যখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম তখন ঐ কোম্পানির মসজিদ থেকে একটা কুরআনুল কারীমের কপি বাসায় নিয়ে যাই। আমি যেই কপিটি মসজিদ থেকে বাসায় নিয়ে আসি, তা অনেকদিন কেউ না পড়ার কারণে ময়লা অবস্থায় পড়ে ছিলো। আমি পরিষ্কার করার পর কিছুদিন মসজিদেই রেখে দেই। পরে দেখলাম ওই কপিটা কেউ পড়ে না। তাই আমি ভাবলাম বাসায় নিয়ে গিয়ে আমি পড়লে ভালো হবে, উল্লেখ্য যে আমি ঐরকম কুরআনুল কারীমের কফি খুঁজতেছিলাম নেওয়ার জন্য। আমি মসজিদের ইমাম সাহেবকে না বলেই বাসায় নিয়ে আসি। এখন আমি ওই কোম্পানিতে আর চাকরি করি না। কিন্তু কুরআনুল কারীমের কপিটা আমার কাছে রয়ে গেছে। এখন মসজিদ থেকে নিয়ে এসেছি বলে কি আমার গুনাহ হয়েছে? আমার কি কফিটা মসজিদে ফিরিয়ে দিতে হবে? আমার এখন কি করা উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদের দায়িত্বশীলদের না জানিয়ে নিয়ে আসা ঠিক হয় নি। আপনি মসজিদে কপিটি ফিরিয়ে দিবেন। অথবা একটি কুরআন শরীফ কিনে মসজিদে দিয়ে দিবেন।