আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5281

সালাত

প্রকাশকাল: 15 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে বসে যাওয়ার অনেকক্ষণ পর মনে হলে অথবা তিন রাকাত বিশিষ্ট নামাযে তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলে তখন করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে বসে যাওয়ার অনেকক্ষণ পর মনে হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে চার রাকআত পূর্ণ করবে। সাজদায়ে সাহু দিয়ে নামায শেষ করবে।তিন রাকাত বিশিষ্ট নামাযে তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলে মনে হওয়ার সাথে সাথে বসে পড়বে এবং সাজদায়ে সাহু দিয়ে নামায শেষ করবে।