আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5019

বিবাহ-তালাক

প্রকাশকাল: 27 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি বিয়েতে রাজি ছিলাম। আমার বিয়ে কমিউনিটি সেন্টারে হয়। আমার বাবা, ভাই, আত্মীয়রা আগে সেন্টারে গিয়ে উপস্হিত হয়। আমি পরে যাই। আমি উপস্হিত হওয়ার পর জানতে পারি বিয়ে পড়ানো শেষ এবং হুজুরও চলে গেছে। আমায় কিছু জিজ্ঞেস করা হয়নি বিয়ের দিন(যদিও আমি রাজি ছিলাম)। তার প্রায় দশ দিন পর হুজুর বাড়িতে এসে কাবিননামায় আমায় স্বাক্ষর নেয়। আমার বিয়েটা কি শুদ্ধ হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বিয়ে শুদ্ধ হয়েছে। আপনার বাবা থাকলেই হবে, মেয়ের বিয়ে পড়ানোর সময় উপস্থিত থাকার প্রয়োজন নেই।