আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4988

বিবিধ

প্রকাশকাল: 26 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম
প্রিয় শায়েখ,
আমি একটা সমস্যার জন্য আপনাদের নক দিয়েছি। আসলে আমার ছেলের নাম রেখেছি( আল মেহেমেত)। বয়স ৩ বছর। মেহেমেত শব্দটা তুরস্কের শব্দ, অর্থ মোহাম্মদ। আমি এতদিন পর কয়েকজন আলেমের সাহায্য জানতে পারলাম যে, এই নামটা ডাকলে কবীরা গুনাহ হবে। কারন এই নামটাই নাকি মোহাম্মদ কে ব্যঙ্গ করা হইছে।আমি এখন প্রচন্ড রকম রকম দন্ধে রয়েছি যে এটা কি সহীহ?
আপনি প্লিজ আমাকে এ ব্যাপারে সাহায্য করুন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মূল আরবী মুহাম্মাদ অথবা মাহমুদ রাখবেন। বাংলাদেশের মানুষ বাংলা অথবা আরবী নাম রাখবেন। অন্য ভাষার নাম নিয়ে এসে জটিলতা সৃষ্টি করা নিষ্প্রয়োজন। তবে মেহেমেত বলে মোহাম্মদ সা. কে ব্যঙ্গ করা হইছে, বিষয়টি এমন নয়।