আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4987

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 সেপ্টে. 2019

প্রশ্ন

আমি ওয়াজীব জেনে দাড়ি রেখেছিলাম। আমার ছোট বেলার ইচ্ছা যে আমি আর্মি ওফিসার পদে যোগ দিব। এর মাধ্যমে দ্রুত ক্যারিয়ার গড়তে পারব এবং ফেতনা থেকে বাচতে বিবাহ করতে পারব। কিন্তু আর্মিতে ট্রেনিং পিরিওডে দাড়ি শেইভ করতে হয় ৩ বছর। এরপর রাখা যায়। এখন আর্মিতে যোগ দেওয়ার জন্য দাড়ি কাটা কি জায়েজ হবে?

উত্তর

না, কোন অযুহাতেই দাড়ি সেভ করার কোন সুযোগ নেই। পৃথিবীতে কর্মের অভাব নেই। সুতরাং ইসলামের কোন হুকুম অমান্য করে আপনার ক্যারিয়ার গড়ার অনুমতি নেই। দেখুন, দাড়ি রেখেই সেখানে চাকুরীর কোন সুযোগ করা যায় কি না।