আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4947

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 16 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন হলো ঃ
১. সাবানের মধ্যে যদি তরল নাপাকি তথা পেশাব অথবা বীর্জ লেগে যায় তাহলে পবিত্র করার উপায় কি?
২. করোনা সমস্যার জন্য অনেক সময় তরল হ্যন্ড স্যনিটাইজার ব্যবহার করা হয় মোবাইল অথবা অন্যান্যও জিনিস পরিস্কার করার জন্য। এতে করে কি মোবাইল আবার পানি দিয়া মুছে ফেলতে হয় কারন হ্যন্ড স্যনিটাইজার এ কিছুটা এলকোহল থাকে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পানি দিয়ে ভালো করে সাবান ধুয়ে নিবেন। ২। না, পানি দিয়ে মুছা লাগবে না। এতে নাপাক কিছু নেই।