আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4946

নামায

প্রকাশকাল: 15 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,শায়েখ আমার একটা বিষয় জানার ছিলো। ফজরের কাজা নামাজে ইকামত দিয়ে জোরে তাকবীর দিয়ে জোরে জোরে তেলাওয়াত করা যাবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আলেমদের মাঝে কিছুটা মতবিরোধ আছে। তবে প্রাধান্যপ্রাপ্ত মত হলো জামাত হলে ফজরের কাজা নামাজে ইকামত দিয়ে জোরে তাকবীর দিয়ে জোরে জোরে তেলাওয়াত করতে হবে। একাকী পড়লে জোরে বা আস্তে যে কোন ভাবে তেলাওয়াত করতে পারেন। বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/209169/%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D9%87%D8%B1-%D8%A8%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A7%D8%A1%D8%A9-%D8%A7%D8%B0%D8%A7-%D8%B5%D9%84%D9%89-%D8%A7%D9%84%D9%81%D8%AC%D8%B1-%D8%A8%D8%B9%D8%AF-%D8%B4%D8%B1%D9%88%D9%82-%D8%A7%D9%84%D8%B4%D9%85%D8%B3