কেউ অলি ছাড়া ভিডিও কাল এর মাধ্যমে বিবাহ করলো তারপর কোনো কারণে যদি ভুল বশত স্বামী স্ত্রী কে তালাক দেয় তারপর যেহেতু অধিকাংশ ইমাম ও আলেমের মতে অলি ছাড়া বিবাহ যায়েজ না সেহেতু পুনরায় অলির মাধ্যমে বিবাহ করে সংসার করা যাবে কি?
উত্তর
যেহেতু তারা একটি ফিকহী মত গ্রহন করে অলি ছাড়া বিবাহ করেছে এবং এভাবে বিবাহ করাকে জায়েজ মনে করেছে সুতরাং এখন বিপদে নতুন মত গ্রহন করা নিন্দনীয় কাজ। তাদের উচিত হবে এই মতটি পুরোপুরি মেনে নতুন করে আর সংসার না করা। বাংলাদেশের সমাজে এই মত অনুযায়ীই সাধারণত আমল হয়। তবে অধিকাংশ ফকীহর মতে এভাবে অলি ছাড়া বিবাহ হয় নি, সংসার অবৈধ ছিল তাই নতুন করে অলীর মাধ্যমে বৈধ বিবাহ করতে সমস্যা নেই।