আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4869

বিবিধ

প্রকাশকাল: 30 মে 2019

প্রশ্ন

আমরা facebook এ বিভিন্ন group এ আয়াত বা হাদিস প্রচার করে থাকি। অনেক সময় দেখা যায় সেগুলো আমরা আমল করতে পারি না । আর আমি শুনেছি কুরআনের বলা আছে তোমরা যেটা কর না সেটা কাউকে উপদেশ দিও না । এরকম অবস্থা আমরা কি এগুলো প্রচার করে দিব?

উত্তর

কুরআনের এই আয়াতে মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে। সুতরাং আমল না করলেও কুরআন-হাদীস প্রচার করতে সমস্যা নেই। তবে নিজে আমল না করে প্রচার করা অবশ্যই নৈতিকতা পরিপন্থি।