আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমার শশুর নামায পড়েনা বললেই চলে, তিনি কি কাফির হয়ে গেছেন? ১. যদি হয়ে থাকেন আমি কি বলতে পারব নাকি, সমাজ থেকে উনাকে কাফির ঘোষণা দিতে হবে? ২. আমার শাশুড়ী, স্ত্রী এবং আমার কি করা উচিত? ৩. উনি আমাদের জন্য খরচ করেন উনার নিজের ইচ্ছাতে (যেমন, মাঝে মাঝে কিছু ভালো খাবার পাঠান, জামা-কাপড় কেনার জন্য টাকা পাঠান, আর উনার বাসায় গেলে খরচ করেন) এগুলো কি আমি নিতে পারব? উনার ইনকাম নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই। এটুকু জানি, উনি সারের ব্যবসা করেন, উনার মার্কেট আছে সেখান থেকে ভাড়া পান এবং অন্যকোনো আয়ের উৎসও আছে হয়তোবা। উনি গ্রামে থাকেন, তাই সেখানকার প্রচলিত দ্বীনের অবস্থা তো জানতেই পারছেন। আমি আমার পরিবার নিয়ে কি করব?