প্রায় ফেসবক অথবা ইউটিউব ভিডিও তে দেখা যায় ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে ঈমান থাকে না। আমার ইলম দূর্বল, প্রায় কিছু বিষয় নিয়ে অন্য চিন্তা আসে,মনে আসে জান্নাত নাই এসব আরো কিছু,সন্দেহ জাগে কিছু বিষয় নিয়ে সাথে সাথে ভুলে যাওয়ার চেষ্টা করি। আবার শয়তান ওয়াসওয়াসা দে আমার ইমান নাই, আর মাঝে মাঝে এমন লাগে আমি নিজেই এসব ভাবতেসি, সন্দেহ করতেসি – আমার লাগে আমার ইমান নাই। -এখন কি কাফির হয়ে যায় এমন হলে?
আবার অনেক বাজে চিন্তা আসে যা বলার মত না,বামে থু থু দেই। অনেক ভয়ে থাকি, আমার জন্য দোয়া করবেন। আর এই সমস্যা জন্য কি করা যায়?