আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4662

সালাত

প্রকাশকাল: 4 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি নাইট ডিউটি করি বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠার পর ফজরের আযান দেয়, বাসায় যাওয়ার আগেই ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়,তাহলে আমিকি গাড়িতে নামাজ পড়বো নাকি বাসায় গিয়ে কাজা করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিয়মিত কাজা করা, এটা ইসলামে অনুমোদিত নয়। আপনাকে ওয়াক্তের মধ্যেই নামায পড়তে হবে। ডিউটি শেষে আযানের পর নামায পড়ে আপনি গাড়িতে উঠতে পারেন। বর্তমানে গাড়িতে নামায পড়া এক ধরণের অসম্ভব ব্যাপার।