আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4661

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 নভে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শায়খ।আমার সবসময় বায়ু বের হতেই থাকে মাঝে মাঝে এমন হই যে অজু করার মত অবস্থা থাকে না। অজুর করার মাঝেই বায়ু বের হয়ে যায়। এই অবস্থা আমার করনীয় কি? জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার জন্য নিয়ম হলো নামাযের ওয়াক্ত শুরু হলে আপনি ওযু করে ঐ ওয়াক্তের সকল সুন্নাত ও ফরজ নামায আদায় করবেন। আপনি অসুস্থ হওয়ার কারণে আপনার জন্য এই হুকুম। তবে পেশাব, পায়খানা বা ওযু ভাঙার অন্য কোন কারণ পাওয়া গেলে পূনরায় ওযু করে নিবেন। প্রয়োজনে 01734717299 এই নাম্বারে যে কোন দিন এশার ফোন করবেন।