আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4556

সালাত

প্রকাশকাল: 21 জুলাই 2018

প্রশ্ন

মহিলারা কি কোন ওয়াক্তিয়া মসজিদে ঈদের নামাজ মহিলা ইমাম দ্বারা জামায়াতে আদায় করতে পারবে? পারলে তার পদ্ধতি ক? দলিল সহ জানালে উপকৃত হবো।

উত্তর

ইসলামের ইতিহাসে শুধু মাহিলারা কখনোই ইদের নামাযের জামাত করে নি, সুতরাং মহিলাদরে ঈদের জামাতে মহিলারা ইমামতি করার কোন দলীললও পাওয়া যাবে না। এই ধরণের উদ্ভট চিন্তা বাদ দেওয়া আবশ্যক। ঈদের জামাত হবে বড় মাঠে, যেখান অনেক মানুষ একসাথে নামায় আদায় করবে, মহিলাদের জন্য পর্দার সাথে নামাযের ব্যবস্থা থাকলে যেতে পারবে। ইমাম পুরুষ হবে, একজনই হবে।