আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4547

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 জুলাই 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার খালা ছোট সময় আমাকে একবার কোলে নিয়েছিলেন, উনার স্তনেও দুধ ছিল। উনারও 1-দের বছরের বাচ্চা ছিল। আমি উনার স্তনে একবার মুখ দিয়েছিলাম। কিন্তু দুধ আমার মুখে গেছে কি না বা খেয়েছি কি না তা উনার মনে নেই। এখন আমি জানতে চাই সেই খালার মেয়েকে আমি বিয়ে করতে পারব কি না। আর ইসলামের দৃষ্টিতে কিভাবে দুধ মা হয় বা, কতবার দুধ পান করালে দুধ মা হবে। কিন্তু কালকে শাইয়ক মতিউর রহমান মাদানির একটি ভিডিওতে দেখলাম উনি বলতেছে সহি হাদিস আছে কমপক্ষে 5বার দুধ পান করতে হবে তা না হলে হারাম আর দুধ মা হবে না। নিচে সেই ভিডিওর লিংক দেয়া হল। দয়া করে জানাবেন। https://youtu.be/du8pTe3iV94

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কত বার দুধ পান করলে দুধ-সম্পর্ক স্থাপিত হবে তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। ইমাম শাফেয়ী এবং আহমাদ রহি. এর মতে কমপক্ষে ৫ বার পান করতে হবে। আয়েশা থেকে বর্ণিত একটি হাদীসে ৫ বারের কথা উল্লেখ আছে। শায়েখ আব্দুল্লাহ বিন বাযসহ অনেক আলেম এই মত পোষন করেছেন। ইমাম মালেক এবং ইমাম আবু হানীফা রহি. এর মতে দুধ পান করলেই দুধ-সম্পর্ক স্থাপিত হবে। একবার করলেও হবে। হাসান বসরী, প্রখ্যাত ফকীহ সাইন ইবনে মুসায়্যাবসহ অনেকেই এই মত পোষন করেছেন। তাদের দলীল হলো সূরা নিসার ২৩ নং আয়াত। وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ অর্থ: তোমাদে জন্য বিয়ে করা হারাম হলো তোমাদরে ঐ মায়েদেরকে যারা তোমাদের দুধ পান করিয়েছে এবং তোমদের দুধ বোনদেরকে। কুরআনের এই আয়াতে কোন নির্দিষ্ট সংখ্যক বার পান করারা কথা বলা হয় নি। পান করলেই হারাম হবে বলা হয়েছে। সুতরাং সতর্কত হলো, একবার পান করলেও তাকে বিবাহ না করা। আল্লাহ ভালো জানেন। বিস্তারিত জানতে https://www.lahaonline.com/articles/view/6088.htm