আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4250

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 18 সেপ্টে. 2017

প্রশ্ন

আমার প্রশ্ন হলো৷, জানাবাতের যে গোসল মানে পবিত্রতা অর্জনের যে গোসল তাতে তো মনে মনে এই নিয়ত থাকা জরুরি যে, আমি পবিত্রতার উদ্দেশ্যে গোসল করছি.. নিয়ত করার সময় কি এইটাও মনে মনে ঠিক থাকা আবশ্যক যে, আমি কোন কারনে নাপাক হয়েছি এবং ওই নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গুসল করছি?… কারন আমার কয়েকদিন যাবত মনে হচ্ছে যে আমি হয়তো নাপাক আছি, মনে হচ্ছে শেষ বার যখন গোসল করেছিলাম তাতে কিছু ত্রুটি রয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আবার একবার গোসল টা করে নেই তখন মনে হলো যদি, কোন নাপাকির কারনে গোসল করছি ওইটা মাথায় রাখা যদি জরুরি হয়ে থাকে তাহলে তো গোসল এ ত্রুটি রয়ে যাবে, এই ভেবে আমি সারাদিন অনেক চিন্তিত থাকি,
এখন আমার প্রশ্ন টা হল, আমি মন টাকে শান্ত করার জন্য আবার গোসল করতে চাচ্ছি, তো আমি এইটা ভাবে নিয়ে গোসল টা করতে পারি যে, যদি নাপাক থাকি তাহলে গোসল করায় পাক হয়ে যাব, আর যদি পাক থাকি তাহলে তো আর চিন্তাই নেই, গোসল করা আর না করা একই বেপার। দয়া করে আমার ডাউট না ক্লেয়ার করে দিন প্লিজ

উত্তর

জানাবাতের গোসলের জন্য নিয়ত করা ফরজ নয়। তবে নিয়ত করা ভালো। নিয়ত হলো, ফরজ গোসল করছেন এতটুকু মনের ভিতর থাকা। কোন কারণে ফরজ গোসল করছেন সেটা আদৌ কোন জরুরী বিষয় নয়। আপনি সুন্নাত নিয়মে ফরজ গোসল করবেন। মনের ভিতর অযথা কোন চিন্তা টেনে আনবেন না। শয়তান মানুষকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন অযাচিত চিন্তা মনের ভিতর উদয় করে। সুতরাং স্বাভাবিক ভাবে চলুন।