আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4136

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 মে 2017

প্রশ্ন

আমি শুনেছি হারাম পন্যের ব্যবসা করা হারাম। আমার মোবাইলে রিচার্জের ব্যবসা আছে। সেখান থেকে লোকজন এম বি রিচার্জ করে। এখন প্রশ্ন হচ্ছে সে যদি উক্ত এম বি ব্যবহার করে অশ্লিল ছবি/ ভিডিও দেখে তবে তার পাপের অংশ কি আমার বহন করতে হবে। মেহেরবানী করে জানালে উপকৃত হবো।

উত্তর

না, তাদের পাপের জন্য আপনি দায়ি থাকবেন না, আপনার ব্যবসা হালাল।