আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4135

হালাল হারাম

প্রকাশকাল: 26 মে 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জি একটি প্রশ্ন ছিল আশা করি উত্তর পাব ইনশাল্লাহ
আমি একজন দর্জি তো কাস্টমার কাপর দিয়ে যায় শার্ট আরো অনেক কিছু বানানোর জন্য বানানো শেষে কিছু বাড়তি কাপর থাকে কাস্টমার ও খোজেনা কাপর। কাপর টুকু রেখে দেওয়া কি আমার জন্য হালাল হবে ও আমাকে কি হাশরের মাঠে হিসাব দিতে হবে। দয়া করে জানাবেন একটি বিস্তারিত ভিডিও তে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাস্টমারকে না বলে আপনি ঐ কাপড় রাখতে পারবেন না। বলে রাখবেন।