আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4034

যিকির দুআ আমল

প্রকাশকাল: 14 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, স্যারের একটি বয়ানে শুনেছলাম, রুকু-সিজদায় দোয়া করা যায়। আমার প্রশ্নঃ রুকু-সিজদায় তসবিহ পড়ার পাশাপাশি মোনাজাতের মতই কি সব ধরনের দোয়া করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ আরবীতে করতে পারেন সিজদাতে। আর রুকুতে বেশী বেশী তাসবীহ পাঠ করবেন।