আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4033

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 ফেব্রু. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শাহারিয়া চৌধুরী । আমার যাকাত বিষয়ে একটি প্রশ্ন ছিলো। প্রশ্ন টা হলো,আমরা নিউ ইয়র্কে একটি বাড়ি কিনেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে,যার মর্টগেজ আমরা প্রতি মাসে নিয়ম মতো দিয়ে থাকি। হিসাব মতে এই মূহুর্তে আমাদের কাছে ব্যাংকের ৩ লক্ষ ডলার পাওনা। আর আমাদের কাছে কয়েক হাজার ডলার সেভিং করা আছে,এখন আমরা যেহেতু ব্যাংকের কাছে ঋণী তাহলে আমাদের কি যাকাত দিতে হবে? এবং আমেরিকান ডলারের হিসাবে আমার কতো পার্সেন্ট করে যাকাত দিতে হবে? উত্তর দিলে খুবই উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।আপনার কাছে গচ্ছিত যে ডলার বা যাকাতযোগ্য সম্পদ আছে তার যাকাত দিত হবে। ব্যাংক ঋন যাকাত দেয়ার ক্ষেত্রে ঋন হিসাবে গণ্য নয়। কারণ ব্যাংক ঋন নেয়ার সময় পরিষোধ করার যোগ্যতা দেখানোর জন্য যে সম্পদ দেখাতে হয় সেটা ঋনের বিপরীতে আপনার মূলধন হিসাবে গণ্য। বিস্তারিত জানতে দেখুনhttps://www.youtube.com/watch?v=rmVcMP69zso। যাকাতযোগ্য সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত দিতে হবে। যেমন, আপনার কাছে যদি ৪০ হাজার ডলার থাকে তাহলে ১ হাজার ডলার যাকাত দিতে হবে।