আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3462

রোজা

প্রকাশকাল: 23 জুলাই 2015

প্রশ্ন

সাক্ষী রোজা কাকে বলে, এই রোজা কখন রাখতে হবে, সাক্ষী রোজার নিয়মকানুন কি?

উত্তর

সাক্ষী রোজা বলতেকিছু নেই। রমাজানের রোজার পর শাওয়াল মাসে ৬ টি রোজা রাখার কাথা হাদীসে আছে। অনেকে এই রোজাকে সাক্ষী রোজা বলে থাকে। তবে এটা সঠিক নাম নয়। শাওয়াল মাসের যে কোন ৬ দিন এই রোজা রাখা যায়।