আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3463

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 জুলাই 2015

প্রশ্ন

প্রশ্নঃ এক ভাই গত আট বছর আগে পালিয়ে কাজী অফিসে বিয়ে করে। বিয়ের সময় গোপনে ছেলের মায়ের পক্ষ থেকে সাপোর্ট পায়। ছেলের দুই মামা কাজী অফিসে উপস্থিত থাকে। মেয়ের পক্ষে মেয়ের পরিবারের কেউ ছিল না। তখন কাবিন নির্ধারণ হয় এক লক্ষ টাকা। তারপর কোর্ট এভিডেভিড করে। বিয়ের একমাস পরে মেয়ের বাবা সর্ত সাপেক্ষে মেনে নেয়। মেয়ের বাবা ৬/৭ জন লোক নিয়ে ঐই কাজী অফিসে আবার কাবিন পরিবর্তন করে ৮ লক্ষ টাকা করে। কয়েক জন লোক সাক্ষী হয়ে সই করে। ছেলে মেয়ে উভয়ই সই করে। শুধু কাবিননামা পড়ে শুনানো হয়। তারপর সবাই মিলে দোয়া করে। এরপর তারা আলাদা বাসায় থাকে। মেয়ের বাবা ২ বছর তাদের দেখাশোনা করে। যদিও কাবিন পরিবর্তনের পক্ষে ছেলের পুরোপুরি মত ছিল না। দুই বছর পর ছেলের বাবা প্রবাস থেকে ফিরলে এলাকার লোকজন এর সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে দুই পক্ষই মেনে নেয়। #..কিন্তু আবার বিবাহ পড়ানো হয়নি। [ ] বিঃদ্রঃ গত দুই বছর ছেলে প্রবাসে থাকে, এখন দেশে যাওয়ার প্রস্তুতি চলছে। তাদের কোন সন্তান নাই। [ ] প্রশ্ন হইলো তাদের বিবাহ কি শরীয়তে জায়েজ হয়েছে কিনা?
[ ] তাদের বিবাহের কাবিন কত হবে?
[ ] এখন তাদের সংসার ৮ বছরের, তাদের বিবাহ কি আবার পড়াইতে হবে?যদিও বিবাহ পড়াইতে হয় তাহলে কেমনে কি করতে হবে?

উত্তর

বিবাহ জায়েজ। ১ লাখ টাকা মোহর দিলেই হবে।