আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3388

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 মে 2015

প্রশ্ন

একজন সৎ মা কি তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে? ইসলামি আইন অনুযায়ী জানতে চাই।

উত্তর

না, পারবে না। কোন পুরুষ মানুষ তার পিতার স্ত্রীকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ একজন সৎ মা তার স্বামীকে তালাক দিয়ে ওই স্বামীর পুত্র অর্থাৎ তার সৎ ছেলেকে বিয়ে করতে পারবে না। আল্লাহ তায়ালা বলেন, حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ তোমাদের জন্য তোমাদের আম্মাদেরকে (বিবাহ করা) হারাম। সূরা নিসা আয়াত ২৩। এখানে সৎ আম্মাও অনন্তর্ভূক্ত। হাফেজ ইবনে কাসীর এই আয়াতের ব্যাখ্যায় বলেন, قد أجمع العلماءُ على تحريم من وطئها الأبُ আলেমরা একমত যে, পিতা যে মহিলার সাথে সহবাস করেছে তাকে কোন ছেলে বিবাহ করা হারাম। তাফসীরে ইবনে কাসীর, উক্ত আয়াতের তাফসীর। অশা করি বুঝতে পেরেছেন।