আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3387

যিকির দুআ আমল

প্রকাশকাল: 9 মে 2015

প্রশ্ন

মা বাবা জীবিত বা মৃত থাকলে, তাদের জন্য সহীহ দুয়া কি কি আছে, যা সালাত এ বা যেকোনো সময় ব্যাবহার করে তাদের জন্য দুয়া করা যায়। অর্থাৎ একটি ওযীফা, যা দিয়ে প্রতিদিন মা বাবার জন্য রুটিন করে দুয়া করব।

উত্তর

রব্বীর হাম হুমা-কামা- রব্বাইনী- সগী-র-। এটাই পিতামাতার জন্য সবচেয়ে উত্তম দু্আ। সালাত এবং সালাতের বাইরে এই দুআ আপনি সর্বদা করতে পারেন।