আচ্ছালামু আলাইকুম ওৱা রাহমাতুল্লাহি ওৱা বারা কা-তুহু। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি আমার ছেলের আকিকা আদায় করতে পারিনি অভাবের কারণে। ছেলের বয়স 23 বছর। এখন কি আকিকা আদায় করতে পারব? আকিকা কেন করতে হয়? জানিয়ে সুখি করবেন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এখন আকীকা করা জায়েজ হবে। তবে জন্মের ৭ম দিনে আকীকা করা সুন্নাত। রাসূলুল্লাহ সা. বলেছেন, كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে।