আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3356

বিবিধ

প্রকাশকাল: 8 এপ্রিল 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি নিয়মিত প্রশ্ন করি কোন প্রশ্নের উত্তর দ্রুত পাই কোনটা একটু দেরিতে পাই কোনটার উত্তর মটেও পাইনাই
১/ জানার বিষয় হল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোন নিদৃষ্ট দিন তারিক আছে কি?
২/ পর পর ২বার প্রশ্ন করেও উত্তর পাই নাই একই প্রশ্ন আবারও করছি কবরের গভীরতা কমপক্ষে কতটুকু হওয়া সুন্নাহ সম্মত। পুরুষ মহিলাদের কবরের গভীরতার কোন পার্থক্য আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা চেষ্টা করি দ্রুত উত্তর দেয়ার জন্য। কখনো কখনো বিভিন্ন কারণে দেরী হয়। আর কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ট না হওয়ার কারণে উত্তরও দেয়া হয় না। আপনি যে প্রশ্নে করেছেন সেটা ৩২৯১ নম্বর প্রশ্নের উত্তরে দেয়া হয়েছে। আবারও দিচ্ছি।পুরুষ মহিলার কবরের গভীরতার কোন পার্থক্য নেই। গভীরতা কমপক্ষে নাভী পর্যন্ত হতে হবে। তাবেয়ী ইবরাহীম নাখয়ী বলেন, يُحْفَرُ الْقَبْرُ إلَى السُّرَّة .কবর নাভী পর্যন্ত খনন করতে হবে। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 11783। তবে এর চেয়ে বেশীও খনন করা যায। হাসান বসরী রহি. বলেন,أَوْصَى عُمَرُ أَنْ يُجْعَلَ عُمْقُ قَبْرِهِ قَامَةً وَبَسطَةً উমার রা. ওসীয়ত করেছেন যে, তার কবরের গভীরতা হবে মানুষের দৈর্ঘ্য পরিমান। মুসন্নাফে ইবনে আবি শায়বা, হাদীস নং 1178৪