আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3299

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ স্যার একটি লেকচার এ বলেছিলেন রাহে বেলায়েত বইতে কিছু দুয়ার কথা। যেই দুয়া তিনি কন একজন ব্যক্তি কে পড়তে বলেছিলেন তাহাজ্জুদ সালাতের পরে। ইতিমধ্যে আমি বইটি সংগ্রহ করেছি। কিন্তু কন দুয়া পড়বো তা লিখা নেই। আমাকে কি বলবেন যে কন অধ্যায়ে আছে দুয়া গুলি?
জাঝাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রাহি. ঠিক কী কী দুআ করতে বলেছিলেন তা আমাদের জানা নেই। তবে রাহে বেলায়াতের মিম্নেরদুআগুলো এই ধরণের সমস্যার ক্ষেত্রে আমল করতে হয়। ১৮৭ নং থেকে ১৯২ এবং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং দুআ। আপনি আপনার সাধ্যমত আমল করতে থাকুন। বিশেষত ১৮৭ থেকে ১৯২ পর্যন্ত। স্যার রহি. সম্ভবত এই দুআগুলোই আমল করতে বলেছিলেন।