আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3298

বিবাহ-তালাক

প্রকাশকাল: 9 ফেব্রু. 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহমাতুল্লাহ। ** আমার খালাতো বোনের স্বামী মারা গেছেন কিছু দিন আগে, ওনার একটি বিবাহ্ যোগ্য মেয়ে আছে । মেয়েটি অনেক ধার্মিক এবং সে একজন কোরআনে হাফেজা তাকে আমার মায়ের অনেক পছন্দ । আমার মা তাকে বিয়ে দিয়ে আমাদের সংসারে আনার জন্য অনেক চেষ্টা করতেছেন । কিন্তু আমাদের সমাজে এর কোন বৈধতা নেই, এবং দৃৃষ্টি কটু । প্রশ্ন :- আপন খালাতো বোনের মেয়ে (ভাগ্নী) বিয়ে করা কি জায়েজ আছে? কোরআন, সুন্নাহ্র আলোকে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপন খালাতো বোনের মেয়ে (ভাগ্নী) বিয়ে করা জায়েজ, শরীয়তের দৃষ্টিতে কোন সমস্যা নেই।