আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2865

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 ডিসে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
০১) যেকোনো ভাল কাজের শুরুতে বা শেষে ( নতুন বাড়িতে উঠা, নতুন বাড়ির কাজ শুরু করা ইত্যাদি) আয়োজন করে কয়েকজন মিলে দরূদ শরীফ পড়া, তবারুক খাওয়া ও বিতরণ করার শরঈ বিধান কী?
02) গত কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে, মুকাল্লিদ ও গাইরি মুকাল্লিদের মধ্যে বিয়ে হওয়া উচিৎ নয়। …There are too many differences between Muqallidin and Ghair Muqallidin in usooli and furooi masail. Also there is difference of opinion in nikah and talaq rulings. Hence one should not marry them, particularly when the girl is a Muqallid Ahl Sunnah al-Jamah and the boy is Ghair Muqallid; because the girl will feel pressure and it will threat her beliefs and deeds.) । এমতাবস্থায়, আমি খুব কনফিউসড। বিষয়টি কী সত্য? (ফেতনা/জটিলতা এড়াতে ওয়েবসাইটটির নাম দেয়া হলোনা)।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো এক ধরণের কুসংস্কার। তবে কল্যানের জন্য দুআ করতে হবে এবং কিছু দান-সদকা করা ভাল। ২। মুসলিম হলেই পরস্পর বিবাহ জায়েজ। আর যতই আপনি কাউকে গায়রে মুকাল্লিদ বলেন আসলে সবাই মুকাল্লিদ। হয়তো প্রসিদ্ধ চার মাজহাবের অনুসারী নয়, কিন্তু কোন না কোন ব্যক্তির কথা অনুযায়ী তাকে পরিচালিত হতেই হয়। মোট কথা মুসলিম হলেই বিয়ে করা যাবে।মুকাল্লিদ ও গাইরি মুকাল্লিদের মধ্যে বিয়ে হওয়া উচিৎ নয় এমন কথা বলার অর্থই হলো মুসলিমদের মাঝে বিভেদকে উস্কে দেয়া। আল্লাহ আমাদের ক্ষমা করুন।