আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1869

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। জন্মদিন পালন এইটা বিধর্মীদের কাছ থেকে এসেছে। এই কারনে আমি কখনও জন্মদিন পালন করি না। তবে সামাজিকতা রক্ষার জন্য কখনও কখনও কারো জন্মদিনের দাওয়াতে যেতে হয়। এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হচ্ছি?.২। ভোট দিলে কি গুনাহ হবে? কারণ গণতান্ত্রিক নির্বাচন বিধর্মীদের তৈরি করা। উত্তর জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সামাজিকতা রক্ষার জন্যও এখানে যাবেন না। অন্যে কোনভাবে ম্যানেজ করবেন। ২। ভোট দিলে গোনাহ হয় না। অপেক্ষাকৃত ভাল জনকে সমর্থন করবেন ।